মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ
ভ্রমণ পিপাসুদের জন্য মালদ্বীপ একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। প্রতিনিয়ত হাজারো পর্যটক মালদ্বীপ ঘুরতে যায়। তাই অনেকেই বিভিন্ন ধরনের ভ্রমণ প্যাকেজ খুজেন। কারন স্বল্প খরচে ভ্রমনের চিন্তা সকলের মনেই থাকে।
বেসরকারি বিমান সংস্থা গুলো বছরের শুরুতে বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করে পর্যটকদের জন্য। আজকের আর্টিকেলে মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হল। আশা করছি সঠিক প্যাকেজ টি পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
মালদ্বীপ ভ্রমন এ যা প্রয়োজন
- পাসপোর্ট (ছয়মাসের মেয়াদ অবশ্যই থাকতে হবে)
- বিমান টিকিট অবশ্যই রিটার্ন টিকিট সহ থাকা লাগবে)
- হোটেল বুকিং (যে কয়দিন থাকবেন সব কটি দিনের জন্য, একদিনের জন্য করলে জবাবদিহি করতে হয়)
- পর্যাপ্ত ডলার (১০০০ ডলার বা তার বেশি রাখলে ভালো)
- ভালো যোগাযোগ করার দক্ষতা
- আপনার চাকরি বা ব্যবসার প্রয়োজনীয় সকল কাগজপত্র (ট্রেডলাইসেন্স, ট্যাক্স রিটার্ন ইত্যাদি)
- ভিসা লাগে না। আপনি আপনার সকল কাগজপত্র ঠিক রাখলে মালদ্বীপ এয়ারপোর্ট এ আসার পর অন এরাইভাল ভিসা পাবেন।
মনে করিয়ে দেই, যদি এই বিষয় গুলো মাথায় না রাখেন ও কাগজপত্রগুলো ঠিক না রাখেন তবে ইমিগ্রেশন থেকে ফেরতও যেতে হতে পারে।
তাই খুব যত্ন সহকারে সবগুলি জিনিস সাথে রাখবেন এবং বিষয় গুলো খেয়াল রাখবেন। আর হ্যাঁ অবশ্যই সকল কাগজের ফটোকপি সাথে রাখবেন প্রমান হিসাবে।
মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ এর খরচ
কার না মন চাই একটু ঘুরাঘুরি করতে। অনেকে অনেক বেশি ভ্রমন করতে পছন্দ করে। আপনারা হয়তো ভাবছেন মালদ্বীপে ভ্রমণে যাবেন।
কিন্তু মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ সম্পর্কে অনেকেই অজানা। তাই অনেকেই মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জিজ্ঞেস করে থাকেন। তাই আমার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশা-আল্লাহ।
মালদ্বীপ ভ্রমনের যে সব প্যাকেজ অফার রয়েছে এই প্যাকেজ অফারের মাধ্যমে বাংলাদেশ থেকে মালদ্বীপে খুব কম খরচে যাওয়া সম্ভব। এখন যদি আপনি মালদ্বীপ ভ্রমণ করতে যেতে চান তাহলে আপনার ন্যূনতম খরচ হবে ৮০- ৮৫ হাজার টাকার মত।
এইটা প্যাকেজ দিয়ে আপনি মালদ্বীপের ২ রাত ৩ দিন থাকতে পারবেন। ঢাকা টু মালদ্বীপ ট্রাকসহ এয়ার টিকেট হোটেল খরচ ইত্যাদি সবকিছু মিলিয়ে ১ লাখ টাকা মত খরচ হবে।
ভ্রমণ প্যাকেজ এর মাধ্যমে সকল সুযোগ সুবিধা গুলো পেয়ে থাকবেন। যদি আপনি ভ্রমণ প্যাকেজ ব্যতীত যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার খরচ হবে প্রায় এক লক্ষ টাকার বেশি হবে।
মালদ্বীপ হানিমুন প্যাকেজ
আপনারা যারা ভাবছেন দেশের বাইরে হানিমুনে যাবেন, তাহলে যেতে পারেন মালদ্বীপে। মালদ্বীপ হানিমুনের কাপল প্যাকেজ আছে।
আছে সেই প্যাকেজে বেশ কিছু অফার। যে অফারগুলো আপনি বাংলাদেশি বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে পেতে পারেন।
এখানে আপনি চাইলে কম খরচে মালদ্বীপে হানিমুন করে আসতে পারবেন। এজন্য মালদ্বীপে হানিমুন করতে আপনি বাংলাদেশী বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে চাইলে আলোচনা করে নিতে পারেন। তো দেখে নিন এক নজরে সেই প্যাকেজগুলো।
- স্পেশাল মালদ্বীপ হানিমুন ভ্রমন প্যাকেজ প্যাকেজ ০১: – যা থাকছে মালদ্বীপ ২ রাত / ৩ দিন। প্রতিজন টাকা: ৭৬,৫০০/-
- প্যাকেজ ০২: – যা থাকছে মালদ্বীপ ৩ রাত / ৪ দিন প্রতিজন টাকা ৮৫,০০০/-। অর্ন্তভুক্ত: রিসোর্টে এ রাত্রিযাপন, তিন বেলার খাবার ও এয়ার র্পোট ট্রান্সফার এবং বিমান টিকেট।
বাংলাদেশ থেকে মালদ্বীপ বিমান ভাড়া
মালদ্বীপ যেতে হলে অবশ্যই আপনাকে আকাশপথে যেতে হবে। আর এজন্য আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন অবশ্যই আপনাকে যেকোনো একটি এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে ফ্লাই করে যেতে হবে।
অবশ্য আগে থেকে আপনার পাসপোর্ট কাগজ পত্র সব কিছু তৈরি রাখতে হবে। এরপর ভিসা রেডি হলে ফ্লাইট এর জন্য একটি তারিখ দেওয়া হবে। তারপর আপনি যেতে পারবেন।
ঢাকা থেকে মালদ্বীপ যেতে চাইলে এয়ারলাইনস্ এর ক্ষেত্রে ঢাকা বাংলাদেশ থেকে মালদ্বীপ এর বিমান ভাড়া হল প্রায় ২৫,৭০০ টাকা।
অর্থাৎ বাংলাদেশ টু মালদ্বীপ ফ্লাইটে শুধু মাত্র যাওয়ার খরচ হবে ২৫,০০০+। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই করে যেতে পারবে।
আর মালদ্বীপ টু ঢাকা, বাংলাদেশ ফ্লাইট এর ক্ষেত্রে ইউ-এস বাংলা এয়ারলাইন্স বিমান ভাড়া হল প্রায় ২৩,০০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে যাওয়ার ভাড়া একটু বেশি। তুলনামুলক আসার ভাড়া কম।
তবে কেউ চাইলে ঢাকা থেকে শ্রীলংকা হয়ে মালদ্বীপ যেতে পারবে। এতে একসাথে দুই দেশও ঘুরা হয়ে যাবে। সেজন্য আগে শ্রীলংকার টিকেট কাটতে হবে। এরপর সেখান থেকে ফ্লাই করে যাওয়া যাবে।
মালদ্বীপ হোটেল ভাড়া
মালদ্বীপ ভ্রমণ করার আগে অনেক পর্যটকের ধারণাই থাকে যে মালদ্বীপ মানেই হোটেলে কাড়ি কাড়ি অর্থ ব্যয়। সেখানকার রিসোর্টে থাকলে এক রাতে মনে হয় গুণতে হবে ১০০ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত। তবে রাজধানী মালে শহরে স্বল্প মূল্যের বেশ কিছু হোটেলেও আছে।
মালদ্বীপের বিমানবন্দর মালে শহরেই অবস্থিত। আর সেখান থেকেই চাইলে খুব সহজেই মালদ্বীপের বাকি জায়গাগুলোতেই যাওয়া যায়। আর সেখানে স্বল্প মুল্যে ৩০-৫০ ডলারের মধ্যে ডাবল/ফ্যামিলি বেডের রুম পাওয়া যায়। আবার এর চেয়েও কম ভাড়ার বেশ কিছু হোটেল রয়েছে।
যদিও সেগুলোর মান কিছুটা কম, তবে তা হলেও স্বল্প-মধ্যম আয়ের ভ্রমণকারীদের জন্য হোটেলগুলো চমৎকার। বাংলাদেশ থেকে যারা শিক্ষা সফর করতে চায় এমন প্রতিষ্ঠানের ব্যক্তিরা এমন হোটেল বিবেচনা করতে পারেন।
আবার প্রায় সব হোটেলের মালিক মালদ্বীপিয়ান হলেও অধিকাংশ হোটেলের ব্যবস্থাপনায় কিন্তু রয়েছেন আমাদের বাংলাদেশিরা।
এজন্য খাবার-দাবারে অন্তত বাংলাদেশিদের কোনো সমস্যাই নেই। তাছাড়া মালেতে বেশ কয়েকটি বাংলাদেশি হোটেলও আছে। তাছাড়া দুইজনের থাকার জন্য প্রতি রাতের খরচ গড়ে ৬৬ ডলার খরচ হবে সকালের নাস্তাসহ।
মুলত খাদ্য-ফসলের জন্য মালদ্বীপ অনেকাংশেই নির্ভরশীল শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের ওপর। আর আপনি যদি মালদ্বীপের খাবারের স্বাদ নিতে চান তাহলে সামুদ্রিক মাছই শ্রেয়। সামুদ্রিক মাছ ভেদে তার দাম পড়বে ৫০-১০০ রুপি। এখানে বলে রাখি মালদ্বীপের এক রুপি বাংলাদেশের পাঁচ টাকার মতো।
মালদ্বীপ ভ্রমণ খরচ
একজন যদি মালদ্বীপ একা ভ্রমণ করে তাহলে কিন্তু খরচ বেশি পড়ে। দুইজন হলে কিছুটা হলেও সাশ্রয় হয়।
কারন সেখানে অনেক অনেক আইল্যান্ড আর লাক্সারী সব রিসোর্ট আছে যার প্রতিদিনের ভাড়াই কিন্তু ২০০০ ডলার বা তারও বেশি।
তাই আপনি যদি আপনার অল্প বাজেটে থাকতে চান সেজন্য আপনাকে হিসেব করে করে বের করতে হবে কোনটা সাশ্রয়ী। এখন আপনি যদি কোন রিসোর্টে রাতে থাকতে চান তাহলে অহেতুক খরচ করা অনেক বেশি হয়ে যাবে।
তাই আপনি একটা হোটেলে থাকবেন ও রিসোর্টে শুধু ডে পাস প্যাকেজ নিয়ে যাবেন তাহলে খরচ ও কম হবে আর একই সাথে সবকিছু দেখতেও পারবেন।
তাহলে সব মিলিয়ে আপনি যদি জনপ্রতি ৪০,০০০ টাকা (বিমান ভাড়া) ও প্রতি দিনের জন্য ১০০ ডলার বা ১০ হাজার টাকার মত বাজেট রাখেন তাহলে বেশ ভালোমতোই থাকতে পারবেন বলে আমি মনে করি।
এখানে খরচ তখনই বেশি হবে যখন বেশি রাইড ও রিসোর্ট নিবেন। আপনার উপরই বলা যায় পুরো খরচটা নির্ভর করবে।
মালদ্বীপ ভ্রমণ টিপস
মালদ্বীপ হোক কিংবা বাইরের কোন দেশ হোক মোটকথা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখা উচিত ও সেগুলো মেনে চলা উচিত। নিচে বিদেশ ভ্রমণ সম্পর্কে কিছু টিপস দেওয়া হলোঃ
- বিদেশ ভ্রমণের পূর্বে অবশ্যই একটি ভ্রমণ প্লান বা ভ্রমণ গাইড করে রাখবেন। সেই প্লান এ থাকবে বিদেশ গিয়ে কয়দিন থাকছেন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি প্রয়োজনীয় জিনিস কিনবেন।
- অবশ্যই মনে করে প্রয়োজনীয় সকল কাগজ পত্র, পাসপোর্ট ও বিমান টিকেট নিয়ে বাসা থেকে বের হবেন।
- ফ্লাইটের কমপক্ষে ১ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে।
- নিজের প্রয়োজনীয় সব ঔষধ পত্র গুলো নিয়ে নিবেন।
- কিছু বারতি টাকা পয়সা বা ডলার নিয়ে বের হবেন। যাতে সেখানে গিয়ে খরচ করতে পারেন
পরিশেষে
আপনি যদি মালদ্বীপ ভ্রমণ করতে চান তবে মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ সম্পর্কে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনে রাখা উচিত।
যেহেতু এটি বেশ ব্যয়বহুল জায়গা, তাই ভ্যাকেশন বা পিক সিজন এড়িয়ে চলাটাই আপনার জন্য উত্তম। কারন মালদ্বিপের সবকিছুতেই প্রায় ২৫ শতাংশ এর মত ট্যাক্স দেওয়া লাগে আর এটাই সব পন্যের অত্যধিক দামের কারণ হয়ে দাঁড়ায়।
তবে আপনি যদি লোকাল খাবার মেনু থেকে খাবার পছন্দ করেন তবে সেক্ষেত্রে খরচ কিছুটা কম হবে। আবার এই দ্বীপদেশের একটা বড় ধরনের সুবিধা হলো এখানে ডলার এক্সচেঞ্জ করতে হয় না।
কিন্তু সেখানে গিয়ে কার্ড ব্যবহার না করাই ভালো। কেননা সেখানে ট্যাক্স রেট অনেক বেশি।
মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর / FAQ”s
১. মালদ্বীপে কয়টি দ্বীপ আছে?
উত্তরঃ মালদ্বীপ হল 26টি প্রবালপ্রাচীর জুড়ে 1,192টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ।
২. মালদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ মালদ্বীপ ভারতের দক্ষিণে অবস্থিত এবং নিরক্ষরেখা জুড়ে ভারত মহাসাগরে দুটি সারি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত।